নয়াদিল্লি, ৩ জুনঃ ট্রেন যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে আর ট্রেনে সফরকালে ট্রেনে বসে বিরক্তি সহকারে ট্রেন ছাড়ার জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হবে না। কারণ নির্দিষ্ট সময় অনুযায়ী ট্রেন না চললে আটকে যাবে রেলকর্তাদের প্রোমোশন। সমস্ত আঞ্চলিক রেল দপ্তরের প্রধানদের সতর্ক করে দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এবার থেকে ট্রেন দেরিতে চলার প্রভাব পড়বে আধিকারিকদের অ্যাপ্রাইজালে।
গত আর্থিক বছরের তুলনায় ২০১৭-১৮তে ট্রেন দেরিতে চলার ঘটনা অনেকটা বেড়েছে। চলতি আর্থিক বছরে ৩০ শতাংশ ট্রেনই চলছে নির্দিষ্ট সময়ের চেয়ে দেরিতে। রেল লাইনে কাজ চলছে, এই অজুহাত দেখিয়ে এ ভাবে দিনের পর দিন ট্রেন দেরিতে চলা আর বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন সময়ানুবর্তিতা ঠিক করতে সংশ্লিষ্ট আঞ্চলিক প্রধানকে এক মাসের সময় দেওয়া হবে।
রেলের আঞ্চলিক জেনারেল ম্যানেজারদের সঙ্গে একটি বৈঠকে এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JnvKxT
June 03, 2018 at 02:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন