চালসায় লক্ষাধিক টাকার চোরাই শালকাঠ উদ্ধার

চালসা, ১ জুনঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার হল লক্ষাধিক টাকার চোরাই শাল কাঠ। বৃহস্পতিবার রাতে চালসা রেঞ্জের খরিয়ার বন্দর বিটের বনকর্মীরা এস এস বি জওয়ানদের সাথে যৌথ অভিযান চালায়।

জানা গিয়েছে, গত সোমবার সন্ধ্যায় প্রবল ঝড়ে খরিয়ার বন্দর জঙ্গলে বড়ো শাল গাছ ভেঙ্গে পরে। ওই গাছ গুলোকে উদ্ধারের কাজে নামেন বনকর্মীরা। সেই সুযোগে গতকাল রাতে চোরাকারবারীরা জঙ্গল থেকে শাল গাছ কেটে ঠেলা ভ্যানে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে বিট অফিসার হরিপদ শীলের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালায়। যদিও চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। হরিপদ শীল জানিয়েছেন, উদ্ধার হওয়া কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। এই ধরণের অভিযান চলতেই থাকবে।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2swHSCe

June 01, 2018 at 04:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top