মুম্বই, ২৩ জুনঃ ফসলের জন্য ঋণ পাইয়ে দেওয়ার পরিবর্তে কৃষকের স্ত্রীকে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এক ব্র্যাঞ্চ মানেজারের বিরুদ্ধে। মহারাষ্ট্রের বুলধনা জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ওই মহিলা ও তাঁর স্বামী ওই ব্যাংকে গিয়েছিলেন। সেখানে তাঁরা ফসলের জন্য ঋণের আবেদন করেন। ঋণের প্রক্রিয়ার কাজের জন্য ব্যাংক ম্যানেজার রাজেশ হিভাসে ওই মহিলার যোগাযোগ নম্বর চান। অভিযোগ, ওই ব্যাংক ম্যানেজার মহিলাকে ফোন করে অশ্লীল কথাবার্তা ও যৌন সম্পর্কের প্রস্তাব দেন। পরে তাঁর প্রস্তাব মেনে নেওয়ার জন্য ওই মহিলার বাড়িতে একজন পিওনকে পাঠান অভিযুক্ত। পিওন ওই মহিলাকে জানান, প্রস্তাব মেনে নিলে প্রয়োজনীয় কৃষি ঋণ ছাড়াও একটি বিশেষ প্যাকেজের সুবিধাও পাইয়ে দেওয়া হবে। ওই মহিলা ফোনের কথোপকথন রেকর্ড করেন। এরপরই স্থানীয় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
পুলিশ জানিয়েছে, ওই ব্যাংক ম্যানেজার ও পিওনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দুই অভিযুক্তই পলাতক। তাদের সন্ধানে তল্লাশি চলছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Mjw1iW
June 23, 2018 at 06:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন