মস্কো, ১৫ জুনঃ বিশ্বকাপ আয়োজনের খরচ নিয়ে প্রশ্ন তুললেন রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সি নাভালনি। উদ্বোধনী ম্যাচে জয়ে আনন্দ উৎসবে মেতেছে গোটা রাশিয়া, সেখানে বিতর্ক বাড়িয়ে নাভালনির বক্তব্য, রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ আয়োজনটা দারুণ ব্যাপার। কিন্তু সাধারণ রুশদের ১৪ বিলিয়ন ইউরো খরচের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তুলনামূলক অনেক কম অর্থ খরচ করে বিশ্বকাপ আয়োজন করা যেত। সেটা হলেই খুশি হতাম। উল্লেখ্য, বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে ১৩.২ বিলিয়ন ইউরো অর্থ খরচ হয়েছে। ভারতীয় মুদ্রায় যা প্রায ৯৫০ কোটি টাকা। বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কাঠগড়ায় তুলে তাঁর সংযোজন, রাশিয়ার জয়ে আমিও দারুণ খুশি। তবে পাশাপাশি বিশ্বকাপকে ঘিরে ব্যাপক আর্থিক তছরুপের ব্যাপারটাও সবার জানা দরকার। রুশ প্রেসিডেন্ট ঘনিষ্ঠ কিছু ধনকুবেরের দিকে আঙুল তুলে নাভালনির দাবি, বিভিন্ন স্টেডিয়াম ও বিমানবন্দর গড়ে তোলার ক্ষেত্রে যথেচ্ছ আর্থিক তছরুপ করা হয়েছে। স্টেডিয়াম গঠনের ক্ষেত্রেও অনেক ত্রুটি রয়েছে বলে জানিয়েছেন নাভালনি। বিশ্বকাপে পরিকাঠামো উন্নতির নামে তারা অনেক অর্থ আত্মসাৎ করেছেন বলেই অভিযোগ রুশ বিরোধী দলনেতার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ybM4NW
June 15, 2018 at 09:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন