কাজান, ২৮ এপ্রিল ঃ ২০০২, ২০১০, ২০১৪,২০১৮। কিছুটা যেন ইতিহাসের ধারা মেনেই বিশ্বকাপ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেনও ঠিক একইভাবে বিশ্ব চ্যাম্পিয়ন অবস্থায় খেলতে নেমে গ্রুপ লিগ থেকে বিদায় নিয়েছিল। অন্যদিকে, গতবার জার্মানির কাছে ৭-১ গোলে হেরে যাওয়া ব্রাজিল সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে নক আউট পর্বে গেল।
শেষ ম্যাচে জিততেই হবে, এই পরিস্থিতিতে কাজান স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল জার্মানরা। সুইডেনের বিরুদ্ধে গত ম্যাচে জয়ের পর বিশেষজ্ঞরা ভেবেছিলেন, এবার হয়ত ঘুরে দাঁড়াবে জার্মানি। কিন্তু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম থেকেই ফ্যাকাশে ছিলেন টমাস মুলার, টনি ক্রুসরা। সেভাবে গোলমুখই খুলতে পারেনি তারা। গ্রুপের অন্য ম্যাচে সুইডেন মেক্সিকোর বিরুদ্ধে ৩ গোল করে দেওয়ায় অন্তত চার গোলে জিততে হত জার্মানিকে। গোল করা তো দূরের কথা, অতিরিক্ত সময়ে গোল করে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়াই। ম্যাচের শেষ লগ্নে আরও একটি গোল করে তারা। ২০০২ সালে নিজেদের দেশের মাটিতে সেমিফাইনালে জার্মানির কাছে হেরে বিদায় নিয়েছিল দক্ষিণ কোরিয়া। এদিন তার মধুর বদলা নিলেন সন হিউং মিনরা। অন্যদিকে, হেরে গেলেই বিদায় এই পরিস্থিতিতে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে দিল ব্রাজিল। সেলেকাওদের হয়ে গোল করেন পাউলিিনহো ও থিয়াগো সিলভা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2IyRLFD
June 28, 2018 at 11:00AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন