লখনউ, ৯ জুনঃ উত্তরপ্রদেশে অাঁধি ও বজ্রপাতে মৃত্যু হল অন্তত ২৬ জনের। শনিবার সন্ধ্যার মুখে উত্তরপ্রদেশ ও দিল্লি সংলগ্ন এলাকাগুলিতে শুরু হয় ধুলোঝড়। প্রায ৭০ থেকে ৮০ কিমি বেগে ধেয়ে আসে ঝড়। একই সঙ্গে শুরু হয় বজ্রপাত। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, ১১টি জেলায় ঝড় ও বজ্রপাতের জেরে প্রাণ হারিয়েছেন ২৬ জন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ক্ষতিগ্রস্ত পরিবারকে অবিলম্বে সাহায্যের জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন যোগী। এক্ষেত্রে কোনোরকম শিথিলতা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, ধুলোঝড়ের জেরে বিপর্যস্ত হযে যায় দিল্লির জনজীবনও। বেশ কয়েকটি রাস্তায় ভেঙে পড়ে গাছ। ১৮টি বিমান দিল্লি বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। কিছু বিমানের গতিপথ বদলে দেওয়া হয়। এর মধ্যেই খারাপ খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার ফের বজ্রবিদুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2HCG3Jf
June 09, 2018 at 11:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন