নয়াদিল্লি, ২৯ জুনঃ ভারতের অগ্রগন্য পরিসংখ্যানবিদ তথা বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ-এর ১২৫তম জন্মদিন আজ। তাঁকে স্মরণ করল গুগল। আজকের গুগল ডুডলটি উৎলর্গ করা হয়েছে তাঁকেই। ডুডলটি বানিয়েছেন নিশান্ত চোকসি।
১৮৯৩ সালের ২৯ জুন পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন মহলানবিশ। পরিসংখ্যানবিদ্যাও যে চর্চার বিষয়, তিনিই প্রথম ভারতে এই ধারণা দিয়েছিলেন। এ ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি ভারত তথা বিশ্বে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। জনগণনার ক্ষেত্রে এখনও তাঁর আবিষ্কৃত পদ্ধতি ‘মহলানবিশ ডিসট্যান্স’ ব্যবহার করা হয়।
প্রথম জীবনে তিনি প্রেসিডেন্সিতে শিক্ষকতা করতেন। কিন্তু পরিসংখ্যানবিদ্যা চর্চার জন্য একটি পৃথক প্রতিষ্ঠানের প্রয়োজন বোধ করেছিলেন। তাই ১৯৩১ সালে তাঁরই উদ্যোগে বরানগরে গড়ে ওঠে ইন্ডিয়ান স্ট্যাটটিস্টিকাল ইন্সস্টিটিউট। ভারত তথা বিশ্বে পরিসংখ্যানবিদ্যার চর্চায় আজ এই প্রতিষ্ঠান বিশেষ জায়গায় আছে।
পাশাপাশি তিনি অনুভব করেন ভারতের মত বিশাল দেশে তথ্য সংগ্রহ করে পরিসংখ্যান নথিভুক্ত করলেই চলবে না, একে একটা ব্যবস্থার মধ্যে আনতে হবে। ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিস ও সেন্ট্রাল স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিশনের মাধ্যমে তিনিই ভারতে একটি সার্বিক পরিসংখ্যান ব্যবস্থা গড়ে তোলেন। পরিসংখ্যান বিষয়ে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে তাঁকে ভারতের প্রথম প্ল্যানিং কমিশনের সদস্যও করা হয়।
জনসংখ্যা, ব্যয়, ফসল উৎপাদনের মতো ক্ষেত্রের গবেষণায় নৃতত্ত্ববিদ্যা, অর্থনীতি, পদার্থবিদ্যার মতো বিজ্ঞানের নানান বিষয়কে কাজে লাগানোর ব্যাপারে মহলানবিশই পুরোধা। ১৯৭২ সালে তাঁর ৭৯ তম জন্মদিনের ঠিক আগের দিন মারা যান তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KwAjmT
June 29, 2018 at 11:52AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন