বাংলাদেশ যে ক্রিকেটপ্রেমী দেশ তা পুরো বিশ্বই জানে। আর তারই জের ধরে এবার ক্রিকেট বিশ্বের সামনে এলো নতুন এক ছবি। রাজধানী ঢাকায় দিনে দিনে কমে যাচ্ছে খেলার মাঠ। এখানকার খুদে ক্রিকেটাররা খেলার জন্য পাচ্ছে না পর্যাপ্ত জায়গা। তাই রাস্তা-ঘাট, স্কুলের আঙিনা, ঘরের বারান্দা থেকে শুরু করে সর্বত্রই ক্রিকেট খেলে বাংলাদেশি কিশোররা। সেই ধারাবাহিকতায় কিশোরদের কাছে খেলার মাঠ হয়ে উঠেছে রাজধানীর মিরপুরে মেট্রোরেল প্রকল্পের নির্মাণ কাজের জন্য ঘিরে রাখা জায়গাটিও। মেট্রোরেলের ব্যারিয়ারের মধ্যে ক্রিকেট খেলা তাই এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকায় ক্রিকেট খেলার সেই দৃশ্য হাঁটাচলার পথে অনেকে ওভারব্রিজে দাঁড়িয়ে ক্যামেরাবন্দিও করেন। আর অস্টিন পিয়াস অধিকারীর তোলা এমনই একটি ছবি এবার ঠাঁই করে নিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ঢাকায় নির্মীয়মান মেট্রোরেল প্রকল্প ক্রিকেটের পরিসর তৈরি করে দিয়েছে। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশের মাঠের বাইরের ক্রিকেটের দারুণ সব ছবি প্রতি মাসেই প্রকাশ করে ইএসপিএন। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ০১ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Jl3H1R
June 01, 2018 at 08:39PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন