নয়াদিল্লি, ৪ জুনঃ পেট্রোপণ্যের দাম বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। তাঁর কটাক্ষ, ‘অর্থনীতির উন্নতির চারটি ইঞ্জিন হল যথাক্রমে বেসরকারি বিনিয়োগ, ব্যক্তিগত ব্যয়, রপ্তানি ও সরকারি খরচ। এটি গাড়ির চারটি টায়ারের মতো। একটি বা দু’টি টায়ার পাংচার হয়ে গেলে গাড়ির গতি শ্লথ হয়ে পড়বে। কিন্তু আমাদের ক্ষেত্রে তিনটি টায়ারই পাংচার হয়ে গিয়েছে।’ মহারাষ্ট্র কংগ্রেস আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন চিদম্বরম। তিনি আরও বলেন, ‘সরকার শুধু স্বাস্থ্যক্ষেত্র এবং কিছু প্রকল্পে টাকা খরচ করছে। এই খরচ চালিয়ে যাওয়ার জন্য পেট্রোল, ডিজেল, এলপিজি-র উপরেও কর চাপানো হচ্ছে। সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকার কিছুটা অংশ সরকারি প্রকল্পে কাজে লাগানো হচ্ছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xOLxRV
June 04, 2018 at 01:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন