ব্যাঙ্গালুরু, ১৫ জুন- দুই স্পিন সেনসেশন রশিদ খান আর মুজিব উর রহমানকে ঘিরে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল আফগানিস্তান। বাংলাদেশকে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করে অভিষেক টেস্টের আগে আফগানিস্তানের অধিনায়ক আসগর স্তানিকজাই বলেছিলেন, ভারতের চেয়ে ভালো স্পিনার তাদের আছে। শেষ পর্যন্ত তর্জন-গর্জনই সার হলো তাদের। দুই দিনে ম্যাচ জিতে নায়ক হয়ে গেল ভারতীয় স্পিনাররাই। আজ শুক্রবার ছিল ব্যাঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিন। এদিন দুই সেশনে দুই বার ব্যাট করতে নামল আফগানিস্তান। দুইবারই অল-আউট হয়ে গেল যথক্রমে ১০৯ আর ১০৩ রানে। ফলাফল এক ইনিংস আর ২৬২ রানের বিশাল ব্যবধানে দুই দিনেই ম্যাচ জিতে নিল কোহলি বিহীন ভারত। ১২৯ বছর আগে ১৮৮৯ সালে অভিষেক টেস্টে দুই দিনে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এবার তাদের সেই লজ্জার সঙ্গী হলো আফগানিস্তান। আফগানদের দুই সেরা স্পিনার রশিদ খান এবং মুজিব উর রহমান আন্তর্জাতিক এবং ঘরোয়া টি-টোয়ন্টিতে নিয়মিত জাদু দেখিয়ে গেছেন। রশিদ তো ক্রিকেটের ছোট ফরম্যাটে বিশ্বের এক নম্বর বোলার। তবে নিজের অভিষেক টেস্টে ১৫৪ রান দিয়ে নিলেন ২ উইকেট! একটুর জন্য অভিষেকে সবচেয়ে বাজে বোলিংয়ের লজ্জার রেকর্ড থেকে বাঁচেন তিনি। তাকে বেদম পিটিয়ে দ্রুতগতির সেঞ্চুরি করা শিখর ধাওয়ান হলেন ম্যাচসেরা। মুজিবের বোলিং ফিগারটা একটু হলেও ভদ্রস্থ। ১৫ ওভারে ৭৫ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। স্পিন বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ নবি ১৩ ওভারে ৬৫ রানে নেন ১ উইকেট। অন্যদিকে জাদু দেখিয়ে গেছেন দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। অশ্বিন প্রথম ইনিংসে নিয়েছেন ২৭ রানে ৪ উইকেট। জাদেজা ১৮ রানে নিয়েছেন ২টি। আফগানদের দ্বিতীয় ইনিংসে হয়েছে উল্টোটাই। এবার ভয়ংকর হয়ে উঠেন জাদেজা। ৯ ওভারে মাত্র ১৭ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট! অশ্বিন ১১.৪ ওভারে ৩২ রানে ১টি। একই উইকেটে ভারতীয় স্পিনাররা যেখানে ঘূর্ণিঝড় তুলে ফেললেন, সেখানে কিছুই করতে পারেনি রশিদ-মুজিবরা। এতে কি প্রমাণ হয় না যে ক্রিকেট খেলাটা আসলে মানসিক? বাংলাদেশও যদি শুরু থেকে রশিদ-মুজিবকে ভয় না পেত; তাহলে এভাবে হোয়াইটওয়াশের লজ্জাটা হয়তো পেতে হতো না। সূত্র: কালের কন্ঠ এমএ/ ১১:০০/ ১৫ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2LVgXrL
June 16, 2018 at 05:08AM
15 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top