অমরনাথ যাত্রায় হামলার আশঙ্কা, ভারতে প্রবেশ করেছে ২০ জন জঙ্গি

শ্রীনগর, ২৬ জুনঃ‌ আর কদিনের মধ্যেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। গোয়েন্দা রিপোর্টে ইতিমধ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভারতে প্রবেশ করছে ২০ জন লস্কর ই তৈবা জঙ্গি। অপেক্ষা করছে অমরনাথের পথে। কেন্দ্রকে সতর্ক করা হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর(পিওকে) থেকে দুটি দলে ভাগ হয়ে ওই জঙ্গিরা জম্মু-কাশ্মীর উপত্যকার বিভিন্ন অংশ ছড়িয়ে পড়েছে। এদের মূল উদ্দেশ্য হল অমরনাথ তীর্থযাত্রীদের উপর হামলা চালানো। উপত্যকার কঙ্গন এলাকায় আক্রমণ শানানো এই জঙ্গিদের প্রধান লক্ষ্য।

সতর্কবার্তা পেয়ে তৎপর কেন্দ্র। তৈরি করা হয়েছে সিআরপিএফ-এর বিশেষ বাইক স্কোয়াড। এই বাহিনীতে থাকছে মিনি অ্যাম্বুল্যান্সও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ, তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া প্রতিটি গাড়িতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ট্যাগ বা আরএফআইডি থাকতে হবে।

বালতাল এবং পহলগামে যৌথ কন্ট্রোল রুম তৈরি হয়েছে। এক শীর্ষ আধিকারিকের কথায়, এই ট্যাগের সাহায্যে প্রতিটি গাড়িতে নজরদারি চালানো সহজ হবে। যৌথ কন্ট্রোল রুমের দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ, সেনা এবং আধা সামরিকবাহিনী। অমরনাথ যাত্রা চলাকালীন অতিরিক্ত ২২,৫০০ আধা সামরিক জওয়ান মোতায়েন করা হচ্ছে। অমরনাথ য়াত্রার জন্য মোট আধা সামরিক জওয়ানের সংখ্যা ৪০,০০০। এছাড়া তীর্থযাত্রীদের অস্থায়ী প্রিপেড মোবাইলের বৈধতা সাত দিন থেকে বাড়িয়ে ১০ দিন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
এখনও পর্যন্ত দেড় লক্ষ তীর্থযাত্রী নিজেদের নাম রেজিস্টার করেছেন। গতবছর অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার ঘটনায় গুজরাত ও মহারাষ্ট্রের ১০ জন পূণ্যার্থীর মৃত্যু হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KkaZnf

June 26, 2018 at 12:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top