স্থানীয় এলাকাবাসী জানায়, রবিবার দিবগত রাত ২টার দিকে রাজারামপুর এলাকার মাহতাবুল ইসলাম দুলাল মিয়ার মালিকানাধীন মেসার্স মিয়া ব্রাদার্স শষ্য ভান্ডরের রাইস মিলে ধান সিদ্ধ করার সময় হটাৎকরে বয়লার বিষ্ফোরণ হয়। এসময় ধান সিদ্ধ করার কাজে নিয়োজিত ৬ শ্রমিকের মধ্যে গোমস্তাপুরের চৌডালা গ্রামের রবিউল ইসলাম (৩৫) , তাজকেরা বেগম (৪০) ও নওগাঁর আত্রাই উপজেলার জালাল উদ্দীন (৩৪) আহত হয়। এরমধ্যে রবিউল ও তাজকেরাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, গভীর রাতে বিকট শব্দে রাইস মিলের বয়লার বিষ্ফোরণ ঘটলে এলাকায় আত্মংক সৃষ্টি হয়। দ্রুত খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৬-১৮
from Chapainawabganjnews https://ift.tt/2sFziRB
June 04, 2018 at 04:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন