নয়াদিল্লি, ১৭ জুনঃ রবিবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই প্রথমবার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন। রাষ্ট্রপতি ভবনে বসবে নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের চতুর্থ বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বৈঠকে কৃষকদের আয় দ্বিগুণ করা, আয়ুষ্মান ভারত, ন্যাশনাল নিউট্রিশান মিশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি কাউন্সিলের বৈঠকে আলোচনা হতে পারে। গান্ধিজির ১৫০তম জন্ম দিবস পালনের বিষয়ে আলোচনা হতে পারে। এর আগে শনিবার বৈঠক হওয়ার কথা থাকলেও ইদের জন্য বৈঠকে যেতে রাজি হননি মমতা। মূলত তাঁর আপত্তিতেই বৈঠক একদিন পিছিয়ে দিতে বাধ্য হয় কেন্দ্র। এছাড়া চন্দ্রশেখর রাও, চন্দ্রবাবু নাইডুর মতো অন্য রাজ্যের মন্ত্রীরাও চাইছিলেন মমতা বৈঠকে উপস্থিত থাকুন।
শনিবার দিল্লিতে পৌঁছিয়ে একপ্রস্থ কেন্দ্রের সমালোচনা করেন মমতা। এছাড়া চার রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন তিনি।দিল্লির গর্ভনরের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভে সামিল অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে না দেওয়ারও সমালোচনা করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, এদিন নীতি আয়োগের বৈঠকের পর এই রাজ্যের বিভিন্ন দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা কথা হতে পারে মমতার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ygIge9
June 17, 2018 at 11:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন