বেঙ্গালুরু, ১৪ জুনঃ ফুটবল বিশ্বকাপের আবহের মাঝেই ক্রিকেটে ইতিহাস। বেঙ্গালুরুতে শুরু হল ভারত-আফগানিস্তানের একমাত্র টেস্ট। এই ম্যাচের হাত ধরেই টেস্ট ক্রিকেটের আঙিনায় পা রাখতে চলেছে আফগানিস্তান।সংক্ষিপ্ত ফরম্যাটে ইতিমধ্যেই তারিফ কুড়িয়েছেন আফগানিস্তান। সম্প্রতি টি-২০তে বাংলাদেশকে হোয়াইটওয়াশও করেছে কাবুলিওয়ালার দেশের ক্রিকেটাররা। এবার রঙিন পোশাক ছেড়ে সাদা পোশাকের ঐতিহ্যবাহী ক্রিকেটে পা রাখা। যদিও শুরুটা ভালো হল না আফগানদের। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের স্ট্যান্ড ইন ক্যাপটেন অজিঙ্কা রাহানে। শুরু থেকেই ঝড় তোলেন শিখর ধাওয়ান (৯১ বলে ১০৪)। লাঞ্চের আগেই শতরান পূর্ণ করেন ভারতীয় ক্রিকেটের গব্বর। তাঁকে যোগ্য সঙ্গত করেন মুরলী বিজয় (৭২ বলে ৪১)। আফগান বোলারদের মধ্যে কেউই তেমন দাগ কাটতে পারেননি। টেস্ট ক্রিকেট যে একেবারেই অন্যধারার খেলা, তা বারবার আফগান বোলারদের বুঝিয়ে দিয়েছেন শিখর-বিজয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JQgolQ
June 14, 2018 at 12:28PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন