মালদা, ২০ জুনঃ জম্মু ও কাশ্মীরে প্রতিদিন যা ঘটে চলছে তার দায় চাপছে বিজেপি-র উপর। আর সেকারণে সেখানকার রাজ্য সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার করা হয়েছে। বুধবার মালদায় এসে এই মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীরে আততায়ীদের আক্রমণের ঘটনা কিছুটা কমেছিল। কিন্তু এখন সেই ঘটনা বেড়ে চলেছে। রাজ্য সরকার কিংবা রাজনৈতিক কারণেই সেই সব ঘটনা বাড়ছে। এই অবস্থায় ওই রাজ্যে শাসন ক্ষমতায় থাকা রাজ্য সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার ছাড়া দলের কাছে অন্য কোনও রাস্তা ছিল না। তাই সেখানকার মেহবুবা মুফতির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করা হয়েছে। এতে উগ্রপন্থা ও পাকিস্তানের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করা যাবে।’
রাহুলবাবু বলেন, ‘মেহবুবা মুফতির সরকারের জন্যই কাশ্মীরে উগ্রপন্থা আবার ফিরে এসেছে। সেখানকার মুখ্যমন্ত্রী উগ্রপন্থীদের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন। যথোপযুক্ত ব্যবস্থা নেননি তিনি। গণতন্ত্রের আবহাওয়া ফিরে এলে সেখানে ফের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা হবে।’
অন্যদিকে, লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্ট নিয়েও তাঁকে কটাক্ষ করেন রাহুল সিনহা। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে বলব, আগে নিজের রাজ্যটাকে বাঁচান। নিজের রাজ্যটাই চলে যাবে। আর দিল্লি দখলের স্বপ্ন তাঁর কাছে স্বপ্নই থেকে যাবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ytUq3u
June 20, 2018 at 06:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন