প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। আশা করা হচ্ছিল, দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়াবে টাইগাররা। কিন্তু কীসের কী, উল্টো এটিতেও ভরাডুবি। ৬ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন সফরকারীরা। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে খুইয়েছেন তারা। স্বাভাবিকভাবেই কাঠগড়ায় সাকিব আল হাসান। দিতে হল হারের জবাব- আমরা ভালো বোলিং ও ফিল্ডিং করেছি। তবে ব্যাটিং খারাপ করেছি। ১৫-২০ রান কম হয়ে গিয়েছিল। ভালো শুরুর পরও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। মাঝপথ থেকে শেষ পর্যন্ত নিয়মিত উইকেট হারাতে থেকেছি। অবশ্য প্রবলভাবে চাপ সৃষ্টি করেছিল তারা। ওখানেই আমরা হেরে গেছি। অারও পড়ুন:বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের ইতিহাস এ ম্যাচেও রশিদ জুজু কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। আবারও তার কাছে নাকাল হয়েছেন লাল সবুজ-জার্সিধারীরা। সেই ধ্বংসলীলায় যোগ দেন মুজিব জাদরান। তাদের কৃতিত্ব দিতে ভুল করেননি টাইগার অধিনায়ক, তাদের বিশ্বমানের কয়েকজন স্পিনার আছেন। তারা চমৎকার বল করেছেন। বিশেষ করে বলতে হয় রশিদ খানের কথা। সে অসাধারণ বল করেছে। তাদের মোকাবেলা করতে পরিকল্পিত পরিকল্পনা ছিল আমাদের। তবে তা বাস্তবায়ন ঘটাতে পারিনি। অারও পড়ুন:সিরিজ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ আগামী ৭ জুন সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। ম্যাচটি যথারীতি গড়াবে দেরাদুনে। এখন সাকিব বাহিনী ধবলধোলাই এড়াতে পারে কিনা সেটিই দেখার। সূত্র: যুগান্তর এমএ/ ০১:২২/ ০৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xLSDGG
June 06, 2018 at 07:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top