কলকাতা, ১৭ জুনঃ যোগাগ্রাম গড়ে উঠতে চলেছে শান্তিনিকেতনে। ইতিমধ্যেই এই কাজের জন্য ৫ কোটি টাকা বরাদ্দও করেছে কেন্দ্র। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সবুজকলি সেন জানিয়েছেন, প্রকল্পের জন্য নির্ধারিত ১১ কোটি টাকার মধ্যে ৫ কোটি টাকা এসেছে। কাজ শুরু করা হবে শীঘ্রই।
জানা গিয়েছে, বিশ্বভারতীর বিনয় ভবনের আমবাগানকে যোগাগ্রামের জন্য নির্বাচন করা হয়েছে। সেখানেই কাঁচের জানলা দেওয়া ‘আসন কুঠি’ ও ‘প্রাণায়াম কুঠি’ তৈরি করা হবে। রাখা থাকবে যোগা নিয়ে প্রাচীন বইপত্রও। এই কুঠির সামনেই তৈরি করা হবে ভেষজ উদ্যান।
রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও শান্তিনিকেতনে যোগার ওপর গুরুত্ব দিয়েছিলেন। পরবর্তী সময়ে কবি পুত্র রথীন্দ্রনাথের উদ্যোগ বিশেষ গুরুত্ব পায়। এখন ভারপ্রাপ্ত উপাচার্যের উদ্যোগে শান্তিনিকেতনেই শুরু হতে চলেছে যোগাগ্রাম।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2yi5v7P
June 17, 2018 at 12:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন