মুম্বাই, ২৪ জুন- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার চেয়ে ১০ বছর কম বয়সী মার্কিন পপ গায়ক নিক জোনাসের সঙ্গে প্রেম করছেন। এমন খবর অনেক দিন ধরেই বাতাসে উড়ে বেড়াচ্ছে। তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় সময় কাটাতে দেখাও গেছে। তবে প্রেমের বিষয়ে দুজনের কেউই মুখ খোলেননি। এদিকে সম্প্রতি প্রেমের টানে প্রিয়াঙ্কার মা ও পরিবারের সঙ্গে আলাপ করতে নিক ছুটে এসেছেন ভারতে। এতদিন তারা কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে কিছুই বলেননি। তবে এবার কিছুটা হলেও প্রিয়াঙ্কার প্রতি তার ভালো লাগার কথা স্বীকার করে নিলেন নিক। জানা গেছে, শুক্রবার রাতেই প্রিয়াঙ্কা ও তার মা মধু চোপড়ার সঙ্গে ডিনারে গিয়েছিলেন নিক। আর এরপরেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিক একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, প্রিয়াঙ্কা বৃষ্টির মধ্যে নাচতে নাচতে নিকের দিকে এগিয়ে আসছেন। তার মুখে প্রাণ খোলা হাসি। ভিডিওর ক্যাপশানে হার লিখে একটি হার্ট আইস ইমোজি দিয়েছেন নিক। সবার ধারণা প্রিয়াঙ্কার প্রতি প্রকাশ্যে নিক এভাবেই তার ভালোবাসার কথা স্বীকার করে নিলেন! প্রিয়াঙ্কার চেয়ে ১০ বছর কম বয়সী নিক। তাদের প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা সময়ই বলে দেবে। এমএ/ ১০:০০/ ২৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2KgMDHD
June 25, 2018 at 04:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top