নয়াদিল্লি, ১৯ জুনঃ সময়মতো বিমানবন্দরে না পৌঁছোতে পারার জন্য জয়পুর-মুম্বই ইন্ডিগো বিমান মিস করেন এক ব্যক্তি। বিমান মিস করার জন্য ওই ব্যক্তি বিমানে বোমা রয়েছে বলে ইন্ডিগোর গুরুগ্রাম কলসেন্টারে একটি ফোন করেন। এরপরই ইন্ডিগো কর্তৃপক্ষ জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের সিআইএসএফ টিমকে সজাগ করে।
জানা গিয়েছে, ভোর পাঁচটায় ফ্লাইটটি ছাড়ার কথা ছিল। কিন্তু ৪টা ৫২ মিনিট নাগাদ ফ্লাইটটি ছেড়ে যায়। এর জেরেই এই বিপত্তি ঘটে। ফোন আসার পরই সিকিউরিটি চেক করা হয়। জানা যায় মিথ্যা বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। এরপরই ইন্ডিগোর স্বাভাবিক পরিসেবা চালু হয়।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2M5O8Jp
June 19, 2018 at 06:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন