টরন্টো, ০৭ জুন- কানাডার ওন্টারিও প্রদেশের বৃহত্তর টরন্টো এলাকায় বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনার জন্য মিসিসাগায় বাংলাদেশি বৌদ্ধবিহার প্রতিষ্ঠিত হয়েছে। টরন্টো বুড্ডিস্ট মনাস্টেরি অ্যান্ড মেডিটেশন সেন্টার নামের এই বৌদ্ধ বিহারটি ওন্টারিওর প্রথম বাংলাদেশি বৌদ্ধ বিহার। উদ্যোক্তারা বলছেন, সর্বজনীন বৌদ্ধবিহার প্রতিষ্ঠার মাধ্যমে ওন্টারিও প্রদেশে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের দীর্ঘদিনের লালিত একটি স্বপ্ন বাস্তবায়িত হলো। উল্লেখ্য, ওন্টারিও প্রদেশে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধদের নিজস্ব কোনো বৌদ্ধবিহার ছিল না। এত দিন যাবৎ তারা শ্রীলঙ্কা অথবা মিয়ানমারের বৌদ্ধবিহারে গিয়ে ধর্মীয় আচারাদি পালন করতেন। এ বিহার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশি বৌদ্ধদের ধর্মীয় আচারাদি পালনে বিভিন্ন সীমাবদ্ধতার অবসান হলো। গত শুক্রবার (১ জুন) মিসিসাগার ওয়েস্ট অ্যান্ড বৌদ্ধবিহারের বিহারাধিপতি ধম্মবাসা মহাথেরো; বাংলাদেশি বৌদ্ধদের গৌরব, ওয়েস্ট অ্যান্ড বৌদ্ধবিহার পরিচালিত ধর্ম স্কুলের অধ্যক্ষ ও টরন্টো বিশ্ববিদ্যালয়ের চ্যাপ্লেইন ড. ভান্তে শরনপালা এবং বর্তমানে মন্ট্রিয়েলে বসবাসরত বাংলাদেশি ভিক্ষু ভান্তে ধম্মালংকার এ উদ্যোগের সার্বিক সাফল্য কামনা করে আশীর্বাদ প্রদান করেছেন। ভান্তে ধম্মালংকার নব প্রতিষ্ঠিত এ বিহারের বিহারাধিপতি হিসেবে দায়িত্ব নেওয়ার সম্মতি জ্ঞাপন করেছেন। সূত্র: প্রথম আলো আর/১০:১৪/০৭ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2M9YAAb
June 08, 2018 at 05:06AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top