ঢাকা, ২০ জুন- ব্রাজিলের ফুটবল কিংবদন্তি ও সাদা পেলে খ্যাত জিকো আসছেন বাংলাদেশে। এটুকু শুনে নিশ্চয়ই ভাবছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে বুঝি আসছেন জিকো। আসলে তা নয়। না, বাফুফে আনছে না তাকে। ঢাকাস্থ ব্রাজিলিয়ান দূতাবাস জিকোকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের ফুটবল অনুরাগীদের একটা বড় অংশ মনে-প্রাণে ব্রাজিল সমর্থক। সে খবর চাউর হয়ে গেছে ব্রাজিলেও। ব্রাজিলের বিশ্বখ্যাত টিভি চ্যানেল ও গ্লোবো টিভি ব্রাজিলের ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ ভালবাসা দেখে বিস্মিত, মুগ্ধ। বাংলাদেশের মানুষের ব্রাজিল ফুটবল দলের প্রতি অনুরাগ ও ভালবাসার মাত্রা পর্যবেক্ষণ করতে গ্লোবো টিভির একটি প্রতিনিধি দল পাঁচদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন। তারা নারায়নগঞ্জ এবং মানিকগঞ্জ যাবেন। এসব বিষয় নিয়েই বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত হোয়াও তাবাজারা ডি অলিভিয়েরা আজ বিকেলে স্থানীয় মিডিয়া মুখোমুখি হন। সেখানেই জিকোর বাংলাদেশে আসার খবর নিশ্চিত করেন তিনি। সূত্র: জাগোনিউজ২৪ আর/১০:১৪/২০ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2tpKF0m
June 21, 2018 at 05:54AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন