মো: আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: প্রাণের মেলায় পরিণত হয়েছে ডেইলি বিশ্বনাথ ডটকমের ইফতার মাহফিল। সুধীজন ও হত-দরিদ্র’সহ সকল শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে বিশ্বনাথবাসীর প্রাণের মেলার এই ইফতার মাহফিল। সোমবার বিকেলে উপজেলা সদরের ভোজন ঘর রেষ্টুরেন্টে ইফতারের পূর্বে আলোচনা সভায় নিজেদের অনুভূতি প্রকাশ করেন বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
সেলফোনের মাধ্যমে ইফতার পূর্ব আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে ‘ডেইলি বিশ্বনাথ ডটকম’ সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে ‘ডেইলি বিশ্বনাথ ডটকম’ পরিবার। বিশ্বনাথের সাংবাদিকরা সত্যের পক্ষের থাকেন বলেই বিশ্বনাথের সকল শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ সাংবাদিকদের ডাকে এক টেবিলে বসার সুযোগ পান। সাংবাদিকরা নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের উন্নয়নেও ভূমিকা পালন করে যাচ্ছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ-নূর উদ্দিন বলেন, বিশ্বনাথের সাংবাদিকরা যে সকল দল-মতের উবের্ধ উঠে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করেন, তার উজ্জ্বল দৃষ্ঠান্ত হলো ‘ডেইলি বিশ্বনাথ ডটকম’র আজকের এই ইফতার মাহফিল। যে কোন ঘটনার তাৎক্ষণিক খবর আমরা এই নিউজ পোর্টলের মাধ্যমে জানতে পারি।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, নবীন-প্রবীন এক ঝাঁক সাংবাদিকের সম্বন্বয়ে এগিয়ে চলছে ‘ডেইলি বিশ্বনাথ ডটকম’ পরিবার। ইতিমধ্যে বষ্টনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নিউজ পোর্টালটি মানুষের মনে স্থান করে নিয়েছে। সাংবাদিকদের সার্বিক সহযোগীতার আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
‘ডেইলি বিশ্বনাথ ডটকম’র প্রকাশক তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নিউজ পোর্টালের সম্পাদক মোহাম্মদ আলী শিপন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার জামাল মিয়া ও সভা শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আবদুল ওয়াদুদ।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, যুগ্ম সম্পাদক এ এইচ এম ফিরুজ আলী, বর্তমান সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, উপজেলা বিএনপির সহ সভাপতি ডাঃ সারওয়ার হোসেন চেরাগ, যুগ্ম সম্পাদক হাজী আবদুল হাই, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, বিশ্বনাথ থানার এএসআই তালেব আলী, জামাল মিয়া, অপারেটর মানিক মিয়া, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি কলমদর আলী, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাওছার আহমদ তুলাই, চ্যানেল-এস ও সমকালের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সদস্য আবদুর রহমান খালেদ, জেলা তালামীযের সাবেক অর্থ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহান।
উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী, বর্তমান সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান, সালিশ ব্যক্তিত্ব মফিজুর রহমান মফিজ, জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, বিএনপি নেতা শাহ গণি, আশিক আলী, ফরিদ মিয়া, জাহেদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, ইউপি মেম্বার ফজর আলী, শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, ডেইলি বিশ্বনাথ ডটকমের স্টাফ রিপোর্টার অসিত রঞ্জন দেব, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য নূর উদ্দিন, মো: আবুল কাশেম, প্রবাসী ছালেহ আহমদ সাকি, সাংবাদিক আশিক আলী, রুহেল উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক রিয়াজ উদ্দিন, আবদুস সালাম, বদরুল ইসলাম মহসিন, ফটো সাংবাদিক জাহেদ খান, শফিকুল ইসলাম শফিক, বিশ্বনাথ পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার আনোয়ার আলী, ব্যবসায়ী হুসাইন আহমদ শাহীন, ফুলকাছ মিয়া, ইমরান আহমদ রুনু, গ্রাম আদালত সহকারী মাজহারুল ইসলাম, সংগঠক হারিছ আলী, আবদুল গাফফার, আবদুস ছালাম, মোনায়েম আহমদ, রুবেল আহমদ মীর, আবদুল মোমিন, যুবলীগ নেতা দবির মিয়া, রাজু আহমদ খান, সেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, উপজেলা ছাত্রদলের সদস্য আলাল আহমদ, শাহ আমির উদ্দিন, রুহেল আহমদ কালু, ইমরান আহমদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, বাসিয়া বাঁচাও ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, আবিদুর রহমান আবির, শেখ দিপু আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক একে রাজু, ছাত্রদল নেতা ওয়াসিম আহমদ, আজিজুর রহমান, আলমগীর হোসেন, আলম খান, শাহীনুর পাশা, উপজেলা ছাত্র জমিয়নের যুগ্ম সম্পাদক মাওলানা আবদুর রহিম প্রমুখ’সহ বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিবর্গ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2l1QDAG
June 11, 2018 at 10:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন