দিনহাটা, ৯ জুনঃ দিনহাটা পর্যন্ত উত্তরবঙ্গ এক্সপ্রেস চালুর দাবিতে দিনহাটা স্টেশনে অনশনে বসল ব্যাবসায়ীরা। দিনহাটা ব্যাবসায়ী কল্যান সমিতির তরফে শনিবার সকাল ৯ টা থেকে ২৪ ঘন্টার জন্য অনশনে বসেছেন ব্যাবসায়ীরা।
অনশনের পরও যদি উত্তরবঙ্গ এক্সপ্রেস দিনহাটা পর্যন্ত চালু না হয় তবে পরবর্তীতে রেল রোকোর মত বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দেন ব্যাবসায়ী কল্যান সমিতির সম্পাদক উতপলেন্দু রায়।
রেলের তরফে কোনোরকম আশ্বাস না পেলে এই অনশন চলবে। আশ্বাস পেলে আজকের জন্য অনশন তুলে নিলেও কাজ না হলে আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
তথ্য ও ছবিঃ আবির ভট্টাচার্য
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2xX9uGv
June 09, 2018 at 02:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন