কলকাতা, ৩০ জুনঃ অনেকদিন ধরেই সরকারি হাসপাতালে নার্সের ঘাটতি রয়েছে। এবার সেই অভাব কিছুটা পূরণ করতে নার্সদের অবসরের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অবসরের বয়ঃসীমা ৬০ থেকে বেড়ে হতে চলেছে ৬২। গতকাল সন্ধ্যায় নবান্নতে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এছাড়া চুক্তির ভিত্তিতে নার্স নিয়োগের ক্ষেত্রেও শিথিল হচ্ছে বয়ঃসীমা। এতদিন চুক্তির ভিত্তিতে নার্সের চাকরিতে যোগদানের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ছিল ৩৯। এখন থেকে তা বাড়িয়ে ৪৫ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে বর্তমানে ৮৪ হাজার শয্যা রয়েছে। সেখানে রোগীদের সঠিকভাবে পরিসেবা দিতে প্রয়োজন ৫০ হাজার নার্সের। এর আগে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ৫,২৫০টি নতুন নার্সের পদ তৈরি করা হয়েছে। এছাড়া কর্মরত নার্সদের নতুন করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tQ3WbK
June 30, 2018 at 11:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন