হেডস্কার্ফে আপত্তি, দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন না সৌমিয়া

নয়াদিল্লি, ১৩ জুনঃ মাথায় স্কার্ফ পরবেন না। তাই ইরানের এশিয়ান টিম চেস চ্যাম্পিয়নশিপে যাচ্ছেন না মহিলা গ্র্যান্ডমাস্টার তথা প্রাক্তন বিশ্ব জুনিয়র গার্লস চ্যাম্পিয়ন সৌমিয়া স্বামীনাথন। ইরানের বাধ্যতামূলকভাবে স্কার্ফ পরার নিয়ম মৌলিক অধিকারে হস্তক্ষেপ বলে ক্ষোভ প্রকাশ করেছেন এই ভারতীয় দাবাড়ু।

২৬ জুলাই থেকে ইরানে শুরু হচ্ছে এশিয়ান টিম চেস চ্যাম্পিয়নশিপ। চলবে ৪ অগাস্ট পর্যন্ত।

সৌমিয়া ফেসবুকে লিখেছেন, ‘চ্যাম্পিয়নশিপ আয়োজনের সময় ও ভেনু ঠিক করার সময় খেলোয়াড়দের অধিকার ও সুবিধের কথা একবারও ভাবা হয় না, এটা দুর্ভাগ্যজনক।’

একই কারণেই ২০১৬ সালে ইরানে এশিয়া এয়ারগান মিট থেকে নিজের নাম তুলে নিয়েছিলেন শীর্ষ ভারতীয় শুটার হিনা সিধু।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JE06ch

June 13, 2018 at 01:55PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top