মুম্বাই, ২৯ জুন- গানের শব্দের মধ্যে কিছু অশ্লীল শব্দর আর পাঞ্জাবি বিট জুড়ে দিলেই গান হিট। এখন মিউজিক ইন্ডাস্ট্রি চলে লাইক আর ভিউ-এর ওপর ভর করে।- এমন মন্তব্য করলেন ভারতের নন্দিত সঙ্গীতশিল্পী শান। একটি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই সঙ্গীতশিল্পী জানান, অন্য পথে হাঁটছেন তিনি। ছোটবেলায় তার রবীন্দ্রনাথ ভালো লাগত না। যেমন বিটলস্ও শুনতেন না। কিন্তু এখন রবীন্দ্রনাথের প্রেমে পড়েছেন। শান বলেন, জীবনের অভিজ্ঞতা দিয়ে রবীন্দ্রনাথের শব্দ, সুর বোঝা যায়। মনে হয়, ওখানে সব চাওয়া, সব পাওয়া আছে। নতুন প্রজন্মের উদ্দেশে শান বলেন, পাশের বাড়ির মেয়েটা গাইছে বলে আমাকেও গাইতে হবে এই ভেবে প্লিজ কেউ গান করবেন না। দীর্ঘদিনের শিক্ষা আর রেওয়াজ সবচেয়ে জরুরি। এখন প্রচুর শিল্পী, প্রচুর গান। আপনাকে এই ভিড়ের মাঝে হয় সবচেয়ে ভালো, নয় সবচেয়ে খারাপ হতে হবে! তবেই জায়গা করা যাবে। সম্প্রতি কুয়াশা নামে নতুন নিয়ে হাজির হলেন শান। কান্না চেপে রাখা মরশুমে/ বৃষ্টি দেয় শুধু আসকারা/ এখানে ভালবাসা শীতঘুম/ দুচোখে পরে আছে মাসকারা...। শান বলেন, বিট আর দ্রুত ছন্দের যুগে আমার মনে হয় মানুষ মেলোডি খুঁজছে। আমি সেই জায়গাটা থেকে কুয়াশাগানটা রেকর্ড করলাম। বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে শান বলেন, এক সময় প্রচুর প্লেব্যাক করেছি। এখন নিজের গান, নতুন ভাবনা নিয়ে, শো নিয়ে আছি। এমন গান গাইতে চাই যেটা শুনে অন্তত মানুষের মনে হবে না, এই গানটাও এক ধরনের আগের গানের মতোই। আজকাল তো একটা গানের সঙ্গে আরেকটা গান আলাদা করা যায় না। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২৯ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Kma0DJ
June 30, 2018 at 12:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top