১৪ মিনিটের জন্য মাঝ আকাশে উধাও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিমান!

নয়াদিল্লি, ৩ জুনঃ মরিশাস যাওয়ার পথে মাঝ আকাশে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিমান উধাও হযে যাওযার ঘটনায আতঙ্ক ছড়ায়। যদিও ১৪ মিনিট পরেই আতঙ্ক কেটে যায়। ফের বিমানটির সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয় মরিশাসের এয়ার ট্রাফিক কনট্রোল (এটিসি)। কোনো দুর্ঘটনাবশত বিমানটি উধাও হযনি, র‌্যাডার কভারেজ দুর্বল হওযার কারণেই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হযে গিয়েছিল বলে এএআই (ভারতীয বিমানবন্দর কর্তপক্ষ) জানিয়েছে। বিদেশমন্ত্রক অবশ্য এই বিষযে কোনো মন্তব্য করেনি।

এএআই সূত্রে জানা গিয়েছে, ব্রিক্স ও আইবিএসএ সম্মেলনে যোগ দিতে গত শনিবার ভারতীয় বায়ুসেনার বিমান আইএফসি-৩১-এ চড়ে মরিশাস রওনা দেন সুষমা স্বরাজ। দুপুর ২টো বেজে ৮ মিনিটে বিমানটি তিরুবনন্তপুরম থেকে ছাড়ে। ভারতের আকাশসীমা পার করার পরই বিমানটির দায়িত্ব মালে এটিসি-র উপর ন্যস্ত হয়। বিকেল ৪টে ৪৪মিনিটে শেষবার বিমানটির সঙ্গে মালে এটিসি-র যোগাযোগ হয়। তারপর হঠাৎই মাঝ আকাশে উধাও হযে যায় বিমানটি। ভারতীয় বিদেশমন্ত্রীর বিমানের হদিস না মেলায় সর্বত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও কোনো ভিআইপি-র বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে অনিশ্চিতকাল হিসাবে কমপক্ষে ৩০ মিনিট অপেক্ষা করে মরিশাস এটিসি। তাই সুষমার বিমানটির হদিস পেতেও ৩০মিনিট অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় তারা। যদিও অতক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৪ মিনিট পর ৪টে ৫৮ মিনিটেই ফের র‌্যাডার কভারেজে ধরা দেয় ভারতীয় বাযুসেনার আইএফসি-৩১ উড়ানটি। তারপর নিরাপদেই মরিশাস পৌঁছোন বিদেশমন্ত্রী।

ছবিঃ সংগৃহীত



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2st9xEQ

June 03, 2018 at 10:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top