নয়াদিল্লি, ১৫ জুনঃ বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলকে ধর্মীয় সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ!
১৯৬২ সাল থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ‘ওয়াল্ড ফেক্টবুক’ নামে একটি পুস্তিকা প্রকাশ করে। সেখানে বিশ্বের উল্লেখযোগ্য সংগঠনগুলির কাজকর্ম নিয়ে বিশদ বিবরণ থাকে। সেই পুস্তিকাতেই জানান হয়েছে, বজরং দল ও ভিএইচপি সরাসরি রাজনৈতিতে অংশ না নিলেও, রাজনৈতিক চাপ সৃষ্টি করে। এর পাশাপাশি আরএসএস–কে জাতীয়তাবাদী সংগঠন, হুরিয়ত কনফারেন্সকে বিচ্ছিন্নতাবাদী এবং জামাত উলেমা–ই হিন্দকে ধর্মীয় সংগঠন বলে মনে করেছে সিআইএ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LUb3Hv
June 15, 2018 at 06:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন