কুয়ালালামপুরে শনিবার রবিন রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিকদের ৭০ রানে হারিয়েছে সালমা খাতুনরা। এ জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলেন বাংলাদেশের মেয়েরা। রবিন রাউন্ড পদ্ধতির টি-টোয়েন্টি এশিয়া কাপের শুরু থেকেই চমক দেখিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ নারী দলকে ধরা হয়েছিল কম শক্তিশালী দল হিসেবে, যারা কিনা কোনমতে এক-দুই ম্যাচ জিতবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর তেমনটাই মনে হচ্ছিলো। তবে টানা ৪ ম্যাচ জিতে সেই বাংলাদেশই ফাইনালে। আজ বেলা ১২ টায় ভারতের বিপক্ষে লড়বে সালমা খাতুনের দল। নারীদের এশিয়া কাপে ছয়বারের চ্যাম্পিয়ন ভারতীয় নারীরা, গত আসর সহ মোট দুইবারের রানার আপ পাকিস্তানী নারী দল। এই দুই দলকেই গ্রুপ পর্বের ম্যাচে হারিয়ে ফাইনালে এসেছে বাংলাদেশ। ফাইনালের আগে ৬ দলের (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও স্বাগতিক মালয়েশিয়া) টুর্নামেন্টে ৫ ম্যাচে সমান ৪ জয় বাংলাদেশ ও ভারতের। নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল সরাসরি দেখাবে স্টার স্পোর্টস। খেলাটি কুয়ালালামপুরে মাঠে গড়াবে বেলা ১২ টায়। আরও পড়ুন: টানা চতুর্থ জয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ ভারতীয় সম্ভাব্য একাদশ: মিতালী রাজ, স্মৃতি মান্দানা, দিপ্তী শর্মা, হারমানপ্রীত কর (অধিনায়ক), অনুজা পাতিল, একতা বিশট, শিখা পান্ডে, পুনম যাদব, ঝুলন গোস্বামী, ভেদা কৃষনমুর্তি ও তানিয়া ভাটিয়া। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: শামিমা সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, খাদিজাতুল কুবরা, নাহিদা আকতার, সালমা খাতুন (অধিনায়ক) ও নিগার সুলতানা। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/০৯:০০/ ১০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2xUfxeW
June 10, 2018 at 04:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top