শালকুমারহাট, ২৩ জুনঃ প্রবল বৃষ্টিতে চরতোর্সার ডাইভারসন ভেঙে বন্ধ হয়ে গিয়েছে ফালাকাটা-আলিপুরদুয়ার যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টিতে চরতোর্সা নদীর জল বেড়ে যায়। জলের তোড়ে ভেঙে যায় ডাইভারসন। আটকে পড়ে একটি ট্রাক। ওই ডাইভারসন দিয়ে যান চলাতল বন্ধ করে দিয়েছে পুলিশ। এর জেরে বহু মানুষ দুর্ভোগে পড়েছেন।
ফালাকাটা-আলিপুরদুয়ার সড়কের চরতোর্সা কাঠের সেতু গত বছরের বন্যায় ভেঙে যায়। ভাঙা সেতুর পাশেই হিউম পাইপের ডাইভরসনের ওপর দিয়ে চলছিল যাতায়াত।
সংবাদদাতাঃ সুভাষ বর্মন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2tvodD1
June 23, 2018 at 01:20PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন