সিঙ্গাপুর, ২ জুনঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে রাখা হল একটি অর্কিডের নাম। তিনদিনের সিঙ্গাপুর সফরে আজ তিনি গিয়েছিলেন ন্যাশনাল অর্কিড গার্ডেন। তাঁর উপস্থিতিতেই সেখানে একটি অর্কিডের নামকরণ করা হয় ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি।
কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এদিন এই খবর টুইট করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী উপস্থিতিতেই অর্কিড গার্ডেন ‘ডেনড্রোব্রিয়াম নরেন্দ্র মোদি’ নামে একটি অর্কিড প্রজাতির নাম রাখা হয়েছে। নিরক্ষীয় অঞ্চলে রংবেরংয়ের ফুলের জন্য বিখ্যাত এই প্রজাতির অর্কিড।’
Dendrobrium Narendra Modi – an orchid named after PM @narendramodi on the occasion of his visit to the National Orchid Garden in Singapore. A strong and robust tropical orchid which produces upright inflorences up to 38 cm long with 14-20 well-arranged flowers. pic.twitter.com/HEjg4uT2Cc
— Raveesh Kumar (@MEAIndia) June 2, 2018
ছবিঃ সংগৃহীত (টুইটার)
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LS1GsK
June 02, 2018 at 07:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন