কলকাতা, ০২ জুন- পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই আরও এক সুখবর আসতে চলেছে রাজ্যবাসীর জন্য। সব ঠিকঠাক চললে এ মাসেই অর্থাৎ এই জুনেই প্রকাশ হতে চলেছে গ্রুপ ডি নিয়োগ পরীক্ষায় ফল। চাকরিপ্রার্থীদের জন্য এই সুখবরের ইঙ্গিত মিলেছে নবান্ন থেকে। রাজ্য সরকার জুন মাসেই গ্রুপ ডি পরীক্ষার ফল ঘোষণা করা আর্জি জানিয়েছে রিক্রুটমেন্ট বোর্ডের কাছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন নিয়োগ প্রক্রিয় যত তাড়াতাড়ি সম্ভব শুরু করে দিতে। ২০১৭ সালের জুন মাসে হয়েছিল গ্রুপ ডি-র পরীক্ষা। তারপর এক বছর অতিক্রান্ত। এখনও নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হয়নি। ২০ লক্ষ ৮৮ হাজার চাকরিপ্রার্থী এই নিয়োগ পরীক্ষার ফলাফলের দিকে হাপিত্যেশ করে রয়েছেন। প্রথম দফায় ৬ হাজার কর্মী নিয়োগ হলেও, গ্রুপ ডি পদে এখনও বিপুল কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, এখনও ৬০ হাজার কর্মী নিয়োগ হবে গ্রুপ ডি পদে। এই বিপুল সংখ্যাক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল। জুন মাসেই পরীক্ষার ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার। সামনেই আবার লোকসভা ভোট, তার আগে নিয়োগপত্র বেকার যুবকদের হাতে তুলে দিতে চাইছে রাজ্য। পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর যেমন সরকার নিযুক্ত কর্মী অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার, আইসিডিএস ও আশাকর্মীদের ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন, তেমনই সরকারি কর্মীদেরও বেতন বৃদ্ধির আভাস দিয়েছিলেন। সেদিন একপ্রকার স্পষ্ট হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি ও ডিএ বকেয়া মেটানোর ব্যাপারে সদর্থক ভূমিকা নিতে চাইছেন। সেইমতো নবান্ন চলতি বছরেই রাজ্য সরকারি কর্মীদের বেতন বাড়তে পারে বলে আভাস দিয়েছে। ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশের পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আসন্ন নভেম্বরেই অভিরুপ সরকার কমিশনের রিপোর্ট জমা পড়তে চলেছে নবান্নে। তারপরই চূড়ান্ত ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে জুন মাসেই গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করে মাস্টারস্ট্রোক দিতে বদ্ধপরিকর মমতা বন্দ্যেপাধ্যায়। সূত্র: ওয়ানইন্ডিয়া আর/০৭:১৪/০২ জুন
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2kG5kt5
June 02, 2018 at 03:13PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন