দিসপুর, ১৬ জুন- ক্রমশ খারাপ হচ্ছে আসামের বন্যা পরিস্থিতি। বন্যায় এখনও পর্যন্ত প্রভাবিত প্রায় ৪ লক্ষ মানুষ। ভূমিধস ও অন্য বন্যা সংক্রান্ত ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন। আসামের সাতটি জেলা জুড়ে চলছে বন্যার তাণ্ডব। বানভাসী জেলাগুলো হল হোজাই, কার্বি আংলং পূর্ব, কার্বি আংলং পশ্চিম, গোলাঘাট, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং কাছার। চলতি বছরে এটাই প্রথম বন্যা উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে। সবচেয়ে খারাপ অবস্থা হাইলাকান্দির। এখানেই বন্যা প্রভাব ফেলেছে প্রায় ২.০৬ লক্ষ মানুষের ওপর। এরপরেই সবচেয়ে খারাপ পরিস্থিতি করিমগঞ্জের। বন্যা ও ধসের কারণ বন্ধ রয়েছে লামডিং-বদরপুরের মধ্যে রেল যোগাযোগ। রাজ্যজুড়ে খোলা হয়েছে ১৭৮টি ত্রাণ শিবির। আক্রান্ত জেলাগুলিতে সড়ক, সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। অসম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির রিপোর্ট অনুযায়ী, ৬৬৮টি গ্রাম ইতিমধ্যেই জলের তলায়। বন্যায় ক্ষতিগ্রস্ত ১,৯১২ হেক্টর শস্যক্ষেত। গুয়াহাটির চার জায়গাতেও ধস নেমেছে, তবে কোনও হতাহতের খবর নেই। সূত্র: এই সময় আর/১০:১৪/১৬ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JIAzD1
June 17, 2018 at 04:52AM
16 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top