কাজান, ২১ জুন ঃ ইরানকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নক আউট পর্যায়ের দিকে আরও এক ধাপ এগোল স্পেন। এদিন কাজান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ২০১০ সালের চ্যাম্পিয়ন টিম ও এশিয়ার অন্যতম শক্তি। প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়েছিল ইরান, অন্যদিকে, এগিয়ে গিয়েও একা রোনাল্ডোর কাছে আটকে গিয়েছিল স্প্যানিয়ার্ডরা। কিন্তু এদিন প্রথম থেকেই আক্রমণের ঝড় তোলেন ইস্কো, আলবারা। কিন্তু ইরানের বক্সের মাঝে গিয়ে সব আক্রমণ খেই হারিয়ে যাচ্ছিল। প্রথমার্ধ গোলশূন্য থেকে যায়। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় স্পেন। ৫৪ মিনিটে অবশেষে আসে কাঙ্খিত গোল। ইনিয়েস্তার পাস থেকে টুর্নামেন্টের তৃতীয় গোল করে যান দিয়োগো কোস্তা। ৬৪ মিনিটে ফ্রি কিক থেকে ইরান গোল পেলেও রেফারি ভিডিয়ো অ্যাসিস্ট্যান্স দেখে হ্যান্ডবলের জন্য তা বাতিল করে দেন। এদিনের ম্যাচের পর চার পয়েন্ট নিয়ে পোর্তুগালের সঙ্গে গ্রুপ বি-তে আপাতত এক নম্বরে রইলেন স্প্যানিয়ার্ডরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JWPz04
June 21, 2018 at 11:16AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন