দিল্লি ও জম্মু কাশ্মীরে বড়সড় হামলার আশঙ্কা, জারি হাই অ্যালার্ট

নয়াদিল্লি, ১ মেঃ বড়সড় হামলার ছক কষছে জঙ্গি গোষ্ঠী জৈইশ-ই-মহম্মদ। সূত্রের খবর, এই জঙ্গি সংগঠনের প্রায় ১২ জনের একটি দল ঢুকে পড়েছে জম্মু কাশ্মীরে। গোয়েন্দা বিভাগের আশঙ্কা হামলা চালাতে পারে জম্মু ও কাশ্মীর ও দিল্লিতে।

শুত্রবার এক নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, দিল্লি ও জম্মু কাশ্মীরে সতর্কতা জারি করা হয়েছে। জঙ্গিরা বিভিন্ন দলে ভাগ হয়ে জম্মু কাশ্মীরে ঢুকেছে। শনিবার, রমজানের ১৭ তম দিনে বড় ধরনের আক্রমণের ছক রয়েছে তাদের। ওই দিনই ইসলামের প্রথম যুদ্ধ লড়া হয় ৬২৪ খ্রীষ্টাব্দে। সে দিনের কথা মনে রেখেই হামলার ছক কষছে জঙ্গিরা।

ইতোমধ্যে জম্মু কাশ্মীর ও দিল্লির নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। জারি হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তাবাহিনীর গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিদের একটি দল। পুলওয়ামা থেকে বিস্ফোরক ভরতি তিনটি ব্যাগও উদ্ধার করেছে পুলিশ।

গতবছরও একই সময় কাশ্মীরের বিভিন্ন এলাকায় আক্রমণ চালায় জইশ জঙ্গিরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2kG1dNT

June 01, 2018 at 01:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top