নয়াদিল্লি, ২৪ জুন ঃ এই বছর সাহিত্য অকাদেমির বাল সাহিত্য পুরস্কার পাচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সারা জীবনে শিশু সাহিত্যে অবদানের জন্য এই পুরস্কার পাচ্ছেন ‘পাতালঘর, ‘গোঁসাইবাগানে ভূত’-এর স্রষ্টা। সাহিত্য অকাদেমির তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ২৩টি ভাষায় শিশু সাহিত্যের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে সাহিত্য অকাদেমির যুব পুরস্কারের তালিকাও। সেই তালিকায় জায়গা করে বাংলার কবি সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। তাঁর ‘খেলনাবাটির দিন শেষ’ কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার পেলেন তিনি। অনূর্ধ্ব ৩৫ নবীন লেখকদের জন্যই এই পুরস্কার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর সম্রাজ্ঞী বর্তমানে কলকাতার আমেরিকান ইন্সটিটিউট অফ ইণ্ডিয়ান স্টাডিজে বাংলা পড়ান। আগামী ১৪ নভেম্বর শিশুদিবসে প্রাপকদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KdodyH
June 24, 2018 at 12:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন