জেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে দেশের নানান সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  হয়েছে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও কেক কাটার আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মার্জিনা হক, সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, স্বাধীনতা চিকিৎস পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম আতিক, কৃষকলীগের সাধারণ সম্পাদক মোসফিকুর রহমান টিটো, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমুখ।

গোমস্তাপুর
শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে রহনপুর পৌর আওয়ামীলীগ আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান জাতীয় শ্রমিক লীগ নেতা ময়েন উদ্দিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিলিয়ারা বেগম, রহনপুর পৌর আওয়ামী লীগ সদস্য নজরুল ইসলাম ও রহনপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসলেহ উদ্দিন বাবু বিশ্বাস। সভা সঞ্চালনা করে রহনপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলয় কুমার শীল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০৬-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2KeBSFN

June 23, 2018 at 09:24PM
23 Jun 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top