জোহার বাহরু, ০৪ জুন- বাংলাদেশি নাগরিকের গায়ে হাত তোলায় মালয়েশিয়ার এক অভিবাসন কর্মকর্তাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি তার হাতে থাকা কলম বা এ জাতীয় কিছু একটা দিয়ে বাংলাদেশির মাথায় বারবার আঘাত করেন। দেশটির অভিবাসন বিভাগের ডিরেক্টর জেনারেল দাতুক সেরি মুস্তাফার আলী জানিয়েছেন, তাকে চাকরিচ্যুত করা হতে পারে। মারার পর বাংলাদেশির হাত ধরে স্ক্যানারে বসিয়ে এখানে এখানে বলে চিৎকার করছিলেন। তবে ওই কর্মকর্তা কেন মেজাজ হারিয়েছিলেন তা এখনো স্পষ্ট নয়। আরও পড়ুন:মালয়েশিয়ায় এমপি হলেন বাংলাদেশি আবু হুসেন গত ৩০ মে সকাল ৯টায় মালয়েশিয়ার জোহার বাহরু শহরে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/০৯:০০/ ০৪ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2szHUJm
June 04, 2018 at 04:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top