মস্কো, ১৯ জুনঃ ১৬ বছর বাদে বিশ্বকাপে ফিরে এসেই চমকে দিল সেনেগাল। ফিফা র্যাংকিংয়ে প্রথম দশে থাকা পোল্যান্ডকে ২-১ গোলে তারা হারিয়ে দিল। এদিনের জয়ে গ্রুপের প্রথম ম্যাচে সেনেগালের জয় পাওয়ার ট্র্যাডিশন বজায় রইল। ২০০২ সালে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে হারিয়ে ছিল ফ্রান্সকে। সেনেগালের দুটি গোলই এসেছে খেলার গতির বিপরীতে। ৩৭ মিনিটে থিয়াগো সিয়োনেক আত্মঘাতী গোল করেন। এমবায়ে বাবাকার নিয়াং ও সাদিও মানে মাঝমাঠ থেকে লুজ বল পেয়ে বক্সের ডানদিকে ইদ্রিসা গুয়াইয়ের উদ্দেশে পাস রাখেন। গুয়াইয়ের শট সিয়োনেকের ডান পায়ো লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ো যায়। পোলিশ গোলরক্ষক ওজিসেচ সিজেনস্কির তাকিয়ে দেখা ছাড়া কিছু করার ছিল না। এরপর ফাঁকা গোলে বল ঠেলে ৬০ মিনিটে সেনেগালকে ২-০-তে নিয়াং এগিয়ে দেন। ৮৬ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন ক্রাইচোয়াক।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ymvCu6
June 19, 2018 at 11:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন