মধ্যপ্রদেশে ৬০ লক্ষ ভুয়ো ভোটার, তদন্তে কেন্দ্রীয় নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৪ জুনঃ মাত্র ১০০ কেন্দ্রে দশ শতাংশেরও বেশি ভুয়ো ভোটার। সবমিলিয়ে রাজ্যে তাঁদের সংখ্যা ৬০ লক্ষেরও বেশি। এমনটাই অভি‌যোগ মধ্যপ্রদেশ কংগ্রেসের। সেই অভি‌যোগের ভিত্তিতে তদন্তে নামল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, নির্বাচন কমিশন মধ্যপ্রদেশের ভুয়ো ভোটার খুঁজতে ৪টি দল গঠন করেছে। প্রতিটি দলে থাকবেন ২ জন সদস্য। তাঁরা আপাতত রাজ্যের নারেলা, ভোজপুর, হোসানগাবাদ, সেওনি মালওয়া বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকা ‌যাচাই করে দেখবেন। রিপোর্ট পাওয়া ‌যাবে ৭ জুন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LXFz40

June 04, 2018 at 01:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top