মুম্বাই, ২০ জুন- বলিউড অভিনেত্রী পুনম পাণ্ডে একাধিকবার বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সংবাদের শিরোনাম হয়েছেন। সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন তিনি। মুম্বাইয়ের রাস্তায় তারকাদের প্রকাশ্যে ঘুরতে দেখা যায়। তারকারা রাস্তায় ছবি তুলে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন। সেসব ছবি নিয়ে ভক্তরা প্রিয় তারকার লুকের প্রশংসায় মাতেন। এবার পুনম পাণ্ডে মুম্বাইয়ের রাস্তায় ছবি পোস্ট করেছেন। আর এই ছবি পোস্ট করেই নতুন করে বিতর্কে জড়ালেন পুনম। সম্প্রতি পুনমকে বাড়ির বাইরে শুধুমাত্র ডেনিম শার্ট পরে দেখা যায়। সঙ্গে হাই হিল স্যান্ডেল এবং সানগ্লাস। এমন অবস্থায় পুনমকে দেখে পথচারীরা বেশ কৌতুহলি হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় তার ওই লুক বেশ ভাইরাল হয়েছে। কেউ কেউ মন্তব্য করেছেন, পুনম প্যান্ট পরতে ভুলে গেছেন। ভক্তদের একাংশ তার এই লুকের প্রশংসা করলেও বেশির ভাগই সমালোচনা করছেন। পুনমের ভক্তদের একটা অংশ এটিকে ফ্যাশন স্টেটমেন্ট বলে মন্তব্য করেছেন। পুনম এখন শক্তি কাপুরের সঙ্গে দ্য জার্নি অব কর্মা নামে একটি ছবিতে কাজ করছেন। ভারতের এই বিতর্কিত মডেল-অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি ও ভিডিওর জন্য পরিচিত। তাই তার এ ধরনের লুক আদৌ চমকে দেয়ার মতো নয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হট ড্রেসের টিপস দিয়ে কয়েকটি ভিডিও পোস্ট করেছেন নেশা খ্যাত অভিনেত্রী। সূত্র: আরটিভি অনলাইন আর/১৭:১৪/২০ জুন



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2yu1WLI
June 21, 2018 at 12:33AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top