ঐতিহাসিক টেস্টের প্রথম দিনে জোড়া সেঞ্চুরি ভারতের

বেঙ্গালুরু, ১৪ জুনঃ অভিষেক টেস্ট ম্যাচের প্রথম দিনে ৩৪৭ রানে ভারতের ছয় উইকেট তুলে নিল আফগানরা। বৃহস্পতিবার দিনের প্রথম সেশনে ওপেনার শিখর ধওয়ান ও মুরলি বিজয়ের জুটি ইনিংসের ভিত গড়ে দেয়। শিখর লাঞ্চের আগেই প্রথম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করে নজির গড়েন। ৷ তবে লাঞ্চের পরেই ৯৬ বলে ১০৭ রান করে ফিরে যান তিনি। শিখরের উইকেটটি নিয়ে প্রথম আফগান বোলার হিসেবে টেস্ট উইকেটের মালিক হন ইয়ামিন আহমাদজাই। ভারতের হয়ে দ্বিতীয় শতরানটি করেন মুরলি বিজয়। ১৫৩ বলে  ১০৫ রান করেন বিজয়। তাঁর  ইনিংসটি সাজানো ছিল ৮টি চারের সাহায্যে। লোকেশ রাহুল থামেন ৫৪ রানে৷ অধিনায়ক রাহানে ১০ রানে রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান।  দিনের একেবারে শেষের দিকে মাত্র ৪ রানে রান-আউট হন  দীনেশ কার্তিক৷ দিনের শেষে ক্রিজে রয়েছেন অশ্বিন ও (১৬ বলে ৭) হার্দিক পান্ডিয়া (২১ বলে ১০)। ইয়ামিন আহমাদজাই দুটি, রশিদ খান, মুজিব উর রহমান ও ওফাদার ১টি করে উইকেট নেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2l6f542

June 14, 2018 at 07:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top