বিহারের হোমে ধর্ষণ কাণ্ডের সিবিআই তদন্ত শুরু

পাটনা, ২৯ জুলাইঃ বিহারের মুজফ্ফরপুরে ‘বালিকা গৃহ’ হোমে নাবালিকা ধর্ষণ কাণ্ডের তদন্ত শুরু করল সিবিআই। রবিবার তদন্তভার গ্রহণের পরই ‘বালিকা গৃহ’-এর সমস্ত কর্মী এবং আধিকারিকদের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই। এটি ‘কেবল যৌন নির্যাতনের ঘটনা নয়’ দাবি জানিয়ে সিবিআইয়ের মুখপাত্র বলেন, ‘সেবা সংকল্প এবং বিকাশ সমিতি পরিচালিত এই হোমের কর্মী এবং আধিকারিকেরা এখানে আবাসিক শিশুদের উপর শারীরিক, মানসিক ও যৌন নিপীড়ন চালাত বলে অভিযোগ রয়েছে।’

গত সপ্তাহে আবাসিকদের ধর্ষণ এবং তাদের উপর শারীরিক, মানসিক নির্যাতন করার অভিযোগে ওই হোমের কর্মী, আধিকারিক সহ ১০ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। এরপর বিরোধীদের দাবি মেনে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LZ9KHE

July 29, 2018 at 10:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top