মেদিনীপুর, ১৯ জুলাইঃ মেদিনীপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় দুর্ঘটনায় তিনজন আহতকে এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভায় প্যান্ডেল ভেঙে আহত হয়েছিলেন প্রায় ৯০ জন। তাঁদের মধ্যে ৩ জন এখনও ভরতি রয়েছেন হাসপাতালে। বৃহস্পতিবার সেই তিন জনের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, হাসপাতালে বর্তমানে ৩ জন গুরুতর আহত অবস্থায় ভরতি রয়েছেন। আহতরা প্রত্যেকেই তাঁকে ঠিকমতো সাহায্য না পাওয়ার কথা বলেছেন। তার পরিপ্রেক্ষিতেই আহতদের প্রত্যেকের পরিবারকে ১ লক্ষ টাকা করে মোট ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জেলাশাসক পি মোহন এবং সুরজিৎ করপুরকায়স্থ।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2uyETei
July 19, 2018 at 09:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন