নয়াদিল্লি, ৩১ জুলাইঃ এনআরসি তালিকায় যাদের নাম নেই তাঁদের বিরুদ্ধে দমনমূলক বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না। মঙ্গলবার অসমের এনআরসি ইশ্যুতে এমনটাই নির্দেশ দিল শীর্ষ আদালত। সুপ্রিমকোর্ট জানিয়েছে, জাতীয় নাগরিকপঞ্জির বিষয়ে ওঠা দাবি এবং আপত্তিগুলির পুঙ্খানুপুঙ্খ বিচারের জন্য স্বচ্ছ পদক্ষেপ নেওয়া দরকার। সেইসঙ্গে কেন্দ্রকে নির্দেশ দেওয়া হয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করে এর মোকাবিলা করতে হবে। কেন্দ্রীয় সরকারকে সেই প্রসিডিওর অনুমোদনের জন্য ১৬ অগাস্টের মধ্যে পেশ করতেও বলা হয়েছে। সুপ্রিমকোর্ট জানিয়েছে, যাদের নাম তালিকাভুক্ত হয়নি তাদের পালটা ও যুক্তিপূর্ণ মতামত প্রকাশের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। এমনকি যাদের নাম এই তালিকায় আসেনি তারা ৩০ অগাস্ট থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে অভিযোগ ও দাবি জানাতে পারবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2LHz3lx
July 31, 2018 at 05:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন