চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম গ্রামের লুৎফর রহমান মাস্টার হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাস বিনাসশ্রম কারাদন্ড দিয়ে আদালত। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত আলী আসামীদের উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার চকবহরম গ্রামের গোলাম মোহাম্মদের ছেলে বোগদাদ (৪৬) ও মো. মমিনের ছেলে মো. সাদ্দাম (২৮)।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি অতিরিক্ত কৌশুলী আঞ্জুমান আরা বেগম মামলার বরাত দিয়ে জানান, ২০১২ সালের ২৫ আগস্ট নিহত লুৎফর রহমানের বাড়ির সামনে গরুর গোবর রাখাকে কেন্দ্র করে নিহতের ছেলে মতিউর রহমানের সঙ্গে প্রতিবেশি বোগদাদ ও সাদ্দামের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা হাসুয়া দিয়ে লুৎফর রহমানকে বাড়ি সামনে কুপিয়ে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম পরের দিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৩০ জুন সদর থানার এসআই রওশন কবীর আদালতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
আদালত মামলার শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে এবং বাকীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৭-১৮
দন্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার চকবহরম গ্রামের গোলাম মোহাম্মদের ছেলে বোগদাদ (৪৬) ও মো. মমিনের ছেলে মো. সাদ্দাম (২৮)।
চাঁপাইনবাবগঞ্জের সরকারি অতিরিক্ত কৌশুলী আঞ্জুমান আরা বেগম মামলার বরাত দিয়ে জানান, ২০১২ সালের ২৫ আগস্ট নিহত লুৎফর রহমানের বাড়ির সামনে গরুর গোবর রাখাকে কেন্দ্র করে নিহতের ছেলে মতিউর রহমানের সঙ্গে প্রতিবেশি বোগদাদ ও সাদ্দামের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা হাসুয়া দিয়ে লুৎফর রহমানকে বাড়ি সামনে কুপিয়ে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম পরের দিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৩০ জুন সদর থানার এসআই রওশন কবীর আদালতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন।
আদালত মামলার শুনানী ও স্বাক্ষ্য গ্রহণ শেষে দু’জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে এবং বাকীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৭-১৮
from Chapainawabganjnews https://ift.tt/2Lm8Nc4
July 16, 2018 at 03:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন