জাকার্তা, ২৯ জুলাইঃ রবিবার সকালে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার লমবক দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাতারাম শহর থেকে ৫০ কিলোমিটার দূরে সাত কিলোমিটার গভীরে। পূর্ব লমবাক ও মাতারাম শহরের ভূমিকম্পটির স্থায়িত্ব ছিল ১০ সেকেন্ড। এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ১৬২ মৃজন। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়ি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। ভূমিকম্পের পর ওই এলাক থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2v0jU4h
July 29, 2018 at 05:11PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন