বিএফইউজে নির্বাচনে যুগ্ম-মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা আলোচনায় শীর্ষে

zakie pic

তোফায়েল হোসেন জাকির : আগামীকাল ১৩জুলাই শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচন। নির্বাচনে যুগ্ম-মহাসচিব পদে প্রতিদ্বন্ধিতা করছেন দেশের বহুল প্রচারিত ডেইলী অবজারভার পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক নাসিমা আক্তার সোমা ।

ইতিমধ্যে তিনি প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝে একজন অভিজ্ঞ সফল সংগঠক হিসেবে আলোচনায় শীর্ষে রয়েছেন। ভোটারদের মাঝে অলোচনা হচ্ছে যুগ্ম-মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সাবেক সভাপতি ও বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি এবং গাংচিল সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও বাংলাদেশের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে তিনিই প্রথম নারী সভাপতি। তিনি মিডিয়া সহ দেশের সকল শ্রেণী পেশার মানুষদের কাছে দোয়া চেয়েছেন। সোমা জানান,সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) -এর মতো ট্রেড ইউনিয়ন কে তিনি ধ্যান-জ্ঞাণ হিসেবে মনে করেন। তিনি সাংবাদিকদের বিপদে-আপদে ও রুটি-রুজির আন্দোলনে পাশে থাকতে চান। এর মধ্যে দিয়েই তিনি দেশের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চান। তাই তিনি আসন্ন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন-এ যুগ্ম-মহাসচিব পদে প্রতিদ্বন্ধিতা করছেন । তিনি সকল সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের পাশে আছি ছিলাম এবং থাকব তাই আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন যাতে করে আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি। আমি সকলের সহযোগিতা কামনা করছি।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2zyzwk3

July 12, 2018 at 10:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top