মসজিদে ‘গোপন বৈঠক’ করার সময় জামায়াতের ১৫ নেতাকর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা গ্রামের একটি মসজিদে ‘গোপন বৈঠক’ করার সময় জামায়াতের ১৫ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ হতে বেশ কিছু দলীয় বই জব্দ করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার বিনোদপুর এলাকার মৃত শুকুরুদ্দিনের ছেলে আবু বক্কর ওরফে জেন্টু (৪০), মর্দানা গ্রামের মৃত তোসলিম উদ্দিনের ছেলে ইকবাল মাষ্টার (৪৪), একই গ্রামের মৃত বাহার আলীর ছেলে হুমায়ন কবির টিপু (৪৯), মৃত ইসলাম মন্ডলের ছেলে নজরুল ইসলাম নজু (৩৬), সৈকত আলীর ছেলে সেলিম রেজা (২৫), মৃত নঈমুদ্দিন মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৪০), মৃত পেশতার আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন ওরফে কানু (৫৫), মৃত আবদুর রাজ্জাকের ছেলে আলম (৫০), ভুলু মন্ডলের ছেলে গোলাম মোস্তফা (৩৮), মৃত ইসলাম আলীর ছেলে দেলজাহান ওরফে ঝড়– (৬৫), মৃত কায়েশ উদ্দিনের ছেলে আবদুল লতিফ (৫২), আবেদ মন্ডলের ছেলে ভাদু (৫০), আবদুল কাইয়ুমের ছেলে আবদুর রশিদ ওরফে ওহাব (৩৬), মৃত করিম মন্ডলের ছেলে আবু বক্কর ওরফে মন্টু (৪৫), মৃত ইসমাইলের ছেলে একবর আলী (৪২)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মশিউর রহমান জানান, নাশকতার পরিকল্পনার উদ্দ্যেশে শিবগঞ্জের মর্দানা গ্রামের নামোটোলা জামে মসজিদে জামায়াতের কিছু নেতাকর্মী গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পুলিশের একটি দল গতরাতে মসজিদে অভিযান চালায়। এসময় বৈঠক চলা অবস্থায় জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে জামায়াতের বেশ কিছু সাংগঠনিক বই উদ্ধার করা হয়। এরমধ্যে ৩ জন শিবিরকর্মী ও ১২ জন জামায়াতকর্মী রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপার্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৭-১৮



from Chapainawabganjnews https://ift.tt/2L409SF

July 12, 2018 at 09:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top