জোট যন্ত্রণায় জনসমক্ষে কেঁদে ফেললেন কুমারস্বামী

বেঙ্গালুরু, ১৫ জুলাইঃ  কংগ্রেস-জেডিএস জোট সরকার ক্ষমতায় এসেছে দু-মাসও পেরোয়নি। তার মধ্যেই জোট জটিলতার যন্ত্রণায় কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারাস্বামী। রবিবার নিজেকে নীলকণ্ঠের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘জোট সরকার চালানো একটি যন্ত্রণা। আমি যন্ত্রণার গরল পান করে বিষকণ্ঠে পরিণত হয়েছি।’ চোখের জল মুছে কুমারাস্বামী বলেন, ‘আপনাদের ভাই মুখ্যমন্ত্রী হযেে বলে আপনারা আমাকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন। আপনারা সকলেই খুশি। কিন্তু আমি নই। আমি জোট সরকারের যন্ত্রণা জানি।’

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2JpaymQ

July 15, 2018 at 08:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top